Breaking

Tuesday

আরজ আলি মাতুব্বর


আরজ আলি মাতব্বর


আরজ আলি মাতব্বরের অজানা ইতিহাস


 আরজ আলি মাতুব্বরের নিজ হাতে তৈরী সমাধি সম্পর্কে জানতে গিয়ে যা পড়েছিলাম;


বাংলা ১৩৩৯ সালে উনার মায়ের মৃ'ত্যু হলে তিনি স্মৃতি হিসেবে রাখার জন্য তার একটা ছবি তুলেছিলেন। কিন্তু, তৎকালীন ফ'তোয়া অনুযায়ী ছবি তোলা ছিল পা'প। তাই সেই সময়ের ধ'র্মগুরুরা তার মায়ের দাফন না করেই চলে যায়। তারপর তিনি মর্মা'হত হন, কোনো বুজুর্গের সাহায্য ছাড়াই নিজের মায়ের দাফন করেন। এই একটা ঘটনা আরজ আলি মাতুব্বরকে ভাবাতে সাহায্য করে, তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এবং তাকে লালন শাহ এর মত একজন বড় দার্শনিক এ পরিণত করে। তারপর তিনি নিজের সৎ'কারেও কোনো যাজ'কের সাহায্য নেন নি। নিজের নখ ও চুল দ্বারা নিজের সমা'ধি নিজেই নির্মাণ করে। এবং গবেষণার কাজে মরো'নোত্তর দে'হ দান করেন।

আরজ আলি মাতব্বর    আরজ আলি মাতব্বরের অজানা ইতিহাস   আলি মাতুব্বরের নিজ হাতে তৈরী সমাধি সম্পর্কে জানতে গিয়ে যা পড়েছিলাম;  বাংলা ১৩৩৯ সালে উনার মায়ের মৃ'ত্যু হলে তিনি স্মৃতি হিসেবে রাখার জন্য তার একটা ছবি তুলেছিলেন। কিন্তু, তৎকালীন ফ'তোয়া অনুযায়ী ছবি তোলা ছিল পা'প। তাই সেই সময়ের ধ'র্মগুরুরা তার মায়ের দাফন না করেই চলে যায়। তারপর তিনি মর্মা'হত হন, কোনো বুজুর্গের সাহায্য ছাড়াই নিজের মায়ের দাফন করেন। এই একটা ঘটনা আরজ আলি মাতুব্বরকে ভাবাতে সাহায্য করে, তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এবং তাকে লালন শাহ এর মত একজন বড় দার্শনিক এ পরিণত করে। তারপর তিনি নিজের সৎ'কারেও কোনো যাজ'কের সাহায্য নেন নি। নিজের নখ ও চুল দ্বারা নিজের সমা'ধি নিজেই নির্মাণ করে। এবং গবেষণার কাজে মরো'নোত্তর দে'হ দান করেন। তারপর থেকে তিনি মানবতাবাদের পক্ষে, গোঁ"ড়ামি ও  কুঃসং'স্কারের বিপক্ষে লিখালিখি ও প্রচার শুরু করেন।  উনার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই।


তারপর থেকে তিনি মানবতাবাদের পক্ষে, গোঁ"ড়ামি ও  কুঃসং'স্কারের বিপক্ষে লিখালিখি ও প্রচার শুরু করেন।


উনার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই।


Facebook

No comments:

Post a Comment

Thank You So much for Your Valuable feedback

Home