Breaking

Sunday

Change For Ownself

 Change for own Rahma

আপনার কাছে যদি রেস্টুরেন্টের গরুর গোশত আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান!

অন্যের চোখে স্মার্ট সাজার জন্য আপনার কাচ্চি অর্ডার করার প্রয়োজন নাই!


যদি ক্যাপাচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগানোর দরকার নাই, আপনি টংয়ের দোকানের দুধচা খান, কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দেন। আপনার গেম অব থ্রোনস ভালো লাগে না, আপনি ডার্ক বোঝেন না, শার্লক দেখতে আপনার বিরক্ত লাগে, আপনি দেইখেন না।  


আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন না। বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে এই কথা কোথায় লেখা আছে? 

বৃষ্টির দিনে চাদর মুড়ি দিয়ে ঘুমাতেও কি কম শান্তি?


 স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পড়ে কমফোর্ট ফিল না করলে পড়বেন না, ঢিলাঢালা জামা কাপড় পড়ে বের হবেন, সবাই স্টাইলিশ জামা কাপড় পড়লে আপনারও পড়তে হবে এমন কথা নেই, যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে বিবেচনা করে তাদের সাথে না মেলামেশাই আপনার জন্য ভালো!


অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু চাপায়ে নিয়েন না।


 ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না, "গেম অব থ্রোনস, ডার্ক, শার্লক" পছন্দ না করলে যে সার্কেলে আপনি ক্ষ্যাত, ট্রেন্ডি ভাবে না চললে যে সার্কেলে আপনি আঁতেল উপাধি পান, ঐটা টক্সিক সার্কেল, ওখান থেকে বের হয়ে আসেন! 


যারা আপনাকে আপনার মত করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহনীয় হওয়ার চেয়ে একা থাকা ভালো।


 একশো'টা নাক উঁচু জাজমেন্টাল টক্সিক ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে এক বিকেল আড্ডা দেওয়া অনেক বেশি প্রশান্তির।


আপনার কাছে যদি রেস্টুরেন্টের গরুর গোশত আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান! অন্যের চোখে স্মার্ট সাজার জন্য আপনার কাচ্চি অর্ডার করার প্রয়োজন নাই!  যদি ক্যাপাচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগানোর দরকার নাই, আপনি টংয়ের দোকানের দুধচা খান, কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দেন। আপনার গেম অব থ্রোনস ভালো লাগে না, আপনি ডার্ক বোঝেন না, শার্লক দেখতে আপনার বিরক্ত লাগে, আপনি দেইখেন না।    আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন না। বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে এই কথা কোথায় লেখা আছে?  বৃষ্টির দিনে চাদর মুড়ি দিয়ে ঘুমাতেও কি কম শান্তি?   স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পড়ে কমফোর্ট ফিল না করলে পড়বেন না, ঢিলাঢালা জামা কাপড় পড়ে বের হবেন, সবাই স্টাইলিশ জামা কাপড় পড়লে আপনারও পড়তে হবে এমন কথা নেই, যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে বিবেচনা করে তাদের সাথে না মেলামেশাই আপনার জন্য ভালো!  অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু চাপায়ে নিয়েন না।   ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না, "গেম অব থ্রোনস, ডার্ক, শার্লক" পছন্দ না করলে যে সার্কেলে আপনি ক্ষ্যাত, ট্রেন্ডি ভাবে না চললে যে সার্কেলে আপনি আঁতেল উপাধি পান, ঐটা টক্সিক সার্কেল, ওখান থেকে বের হয়ে আসেন!   যারা আপনাকে আপনার মত করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহনীয় হওয়ার চেয়ে একা থাকা ভালো।   একশো'টা নাক উঁচু জাজমেন্টাল টক্সিক ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে এক বিকেল আড্ডা দেওয়া অনেক বেশি প্রশান্তির।  Credit by Arifur Rahman



Credit by Arifur Rahman





No comments:

Post a Comment

Thank You So much for Your Valuable feedback

Home